শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যন্ত সুন্দরবনের সজনেখালিতে রাজ্যপাল

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৯
news-image

মঙ্গলবার বিকাল ৩ টায় দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের সজনেখালি টাইগার রিজার্ভ ক্যাম্পে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় এসে পৌঁছায়।বিএসএফ বাহিনী কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রেখেছিলেন সুন্দরবনের জলপথ ও স্থলপথ ।বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অফ অর্নার দেওয়া হয়।তবে এদিনের রাজ্যপালের সুন্দরবনের সফরে উপস্থিতি ছিলেন না বারুইপুর জেলা পুলিশ সুপার,জেলা শাসক, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর,পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ,সদস্য।উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক,বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্যানিং এসডিপিও দেবী দয়াল কুন্ডু, ক্যানিং মহকুমা শাসক বন্দনা পোখারিয়াল,গোসাবার বিডিও সৌরভ মিত্র সহঅন্যান্য প্রমূখ।এই দিন রাজ্যপাল উত্তর ২৪ পরগণা জেলার ধামাখালি থেকে নদী পথে সজনেখালি ফরেস্ট ক্যাম্পে আসেন।সস্ত্রীক সেখানে বেশ কিছুক্ষণ সজনেখালির বিভিন্ন স্থান ঘুরেও দেখেন। এরপর তিনি সজনেখালিতে একটি প্রেসমিট করে বলেন “এখানকার আপ্যায়নে খুশি।তবে প্রশাসনিক বৈঠকে জেলার পুলিশ সুপার,জেলা শাসক এবং জন প্রতিনিধিরা না থাকার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বলেন আগামী দিনে প্রশাসনিক বৈঠক না করে সারাসরি জনগণের মধ্যে চলে যাবো। জনগণের সমস্ত অভিযোগ গুলি শুনবো।কেন্দ্রের কোন প্রকল্পে কেউ বঞ্চিত হলে সেটি কেন্দ্রকে জানাবো এবং রাজ্যের কোন প্রকল্পে কেউ বঞ্চিত হলে তা রাজ্য সরকার কে জানাবো।তিনি আরও বলেন রাজ্যের তিন চার জন মন্ত্রী যেভাবে আক্রমণ করছে এইটা দুর্ভাগ্যজনক।”