শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্থিক তছরুপে অভিযুক্ত কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে শর্তসাপেক্ষ জামিন দিল দিল্লি হাইকোর্ট

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৯
news-image

আর্থিক তছরুপে অভিযুক্ত কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে শর্তসাপেক্ষ জামিন দিল দিল্লি হাইকোর্ট। বুধবার কর্নাটকের কংগ্রেস নেতাকে জামিন দিয়ে বিচারপতি সুরেশ কায়েতের নির্দেশ, তথ্য প্রমাণ লোপাট কিংবা সাক্ষীদের উপর প্রভাব খাটানোর মতো গর্হিত কাজ যাতে তিনি না করেন। ২৫ লক্ষ টাকা বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে।

এই আশঙ্কা করেই এ দিন শিবকুমারের জামিনের প্রবল বিরোধিতা করেন ইডি-র তদন্তকারীরা। গত ৩ সেপ্টেম্বর শিবকুমারকে গ্রেফতার করে ইডি। এত দিন তিহাড় জেলে বন্দি ছিলেন। উল্লেখ্য, শিবকুমারের সঙ্গে গতকাল সাক্ষাত্ করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী, কর্নাটকের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।

সম্প্রতি কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকার ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিবকুমার। যদিও শেষমেশ ব্যর্থ হন তিনি। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি এবং হাওলা মারফত টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। গত বছর ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে চার্জ শিট পেশ করে আয়কর দফতর।