শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকেও বিনামূল্যে খাবার দিচ্ছে যুক্তরাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৯
news-image

শুধু শিক্ষার্থীই নয়; দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকেও বিনামূল্যে খাবার দিচ্ছে যুক্তরাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তার জন্য গঠিত দাতব্য সংস্থা ‘রিচ টু ট্রাস্ট’ সহায়তায় লন্ডনের পূর্বাঞ্চলে এই কর্মসূচি চালু হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রথম পর্যায়ে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারগুলোকে ‘ক্ষুধামুক্ত’ করতে পাঁচটি স্কুলে খাবার দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ৬০টি স্কুলে এই কর্মসূচি চালু করবে ট্রাস্ট। স্কুলগুলোতে ‘কমিউনিটি ফ্রিজ’ নামে ফ্রিজ থাকবে। সেখানে থেকেই খাবার নিতে পারবে পরিবারগুলো।

ট্রাস্টের প্রধান নির্বাহী স্যার স্টিভ ল্যানসেসায়ার বলেন, ২০১৯ সালে এসেও এটা নিয়ে ভাবতে হচ্ছে; এটি হৃদয়বিদারক।

তিনি বলেন, আমরা প্রায়ই শুনি, পরিবারগুলো শিশুদের খাবার দিতে পারে না। এসব শিক্ষার্থীদের অনেককে না খেয়েই স্কুলে যেতে হয়। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টিভ বলেন, এসব পরিবারগুলোর চাহিদা বাড়ছে, তবে অভিভাবকদের বেতন কম হওয়ায় জীবন জটিল হয়ে যাচ্ছে। এমন অনেক দরিদ্র অঞ্চলে আমাদের ট্রাস্টের কার্যক্রম রয়েছে।