কুলটি কয়লা খনিতে আটকে তিন জন

রবিবার থেকে কয়লা খনিতে আটকে তিন জন। সোমবার বেলা বাড়লেও তাদের উদ্ধার করা যায়নি। এনিয়ে উত্তজনা ছড়াল আসানসোলের কুলটি থানার আকনবাগান এলাকায়।
রবিবার আকনবাগান এলাকায় একটি অবৈধ খনিতে কয়লা তুলতে নামে তিনজন। তারপর থেকে তারা আর উঠে আসেনি। এনিয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় পুলিসে। চলে আসে উদ্ধারকারী দল। খনিতে নেমেও তাঁরা ফিরে আসেন। খনিতে অক্সিজেনের অভাব থাকায় তারা উঠে আসেন।
কোলিয়ারি কর্তৃপক্ষের আশঙ্কা ভেতরে বিষাক্ত গ্যাস জমে রয়েছে। তাতেই আক্রান্ত হয়েছেন ওই তিনজন। সোমবার সকালে ফের উদ্ধারকারী দল পাঠাচ্ছে কোলিয়ারি কর্তৃপক্ষ। অক্সিজেন-সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা নামবেন খনিতে।