শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাস্টিক বর্জন অনুষ্ঠানের মধ্যে দিযে বিজয়া জানাল হব়িপুর দুর্গোত্সব কমিঢি

News Sundarban.com :
অক্টোবর ১২, ২০১৯
news-image

বলতে বলতে শেষ হযে গেল বাঙালির সেরা উত্সব দুর্গাপুজো।  পাস্টিক বর্জন অনুষ্ঠানের মধ্যে দিযে এ বারের মতো দেবী দুর্গাকে বিজয়া জানাল দক্ষিণ ২৪ পরগানার নামখানাব্লকের  হব়িপুর দুর্গোত্সব কমিটি। সেহ সঙ্গে ছিল সমাজসেবামূলক কাজ। দশমীতে এহ উপলক্ষে অনুষ্ঠানেছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব নাযে, সভাপতি বঙ্কিমচন্দ্র দলপতি,  পুজো কমিটির সম্পাদক শান্তনু বারিব , কোষাধ্যক্ষ প্রশান্ত ঘোড়হ, নিমাহ জানা, দিলীপ জানা, মনোরঞ্জন মেহকাপ, অমল দাস, রাজকুমার খাঁড়া, যাদব মণ্ডল, মালতী জানা প্রমুখ।

সমাজসেবী বিপ্লব নাযে বলেন, ‘এ বছর আমাদের থিম ‘বিশ শান্তি ’। বর্তমানে গ্রামবাংলার চিরাচরিত যে ঐতিহ্য, তা ক্রমে আমাদের চেতনা থেকে হারিযে যাচ্ছে। সেহ দৃশ্যকে থিমের মাধ্যমে আমরা তুলে ধরে মানুষকে সচেতন করার ঐকান্তিক প্রচেষ্টা করছি। আমরা এহ থিমের মাধ্যমে শান্তির বার্তা দিতে চাহ।’

পুজো কমিটির সম্পাদক শান্তনু বারিব জানান, ‘প্লাস্টিক বর্জন অনুষ্ঠানের মধ্যে দিযে আমার দুর্গোত্সবের ১২ তম বর্ষ পার করলাম এ বারে আমাদের পুজোর থিম ছিল বিশ শান্তি। থিমের মাধ্যমে আমরা শান্তির বার্তা দিতে চেয়েছি।’

পুজো কমিটির কোষাধ্যক্ষ প্রশান্ত ঘোড়হ জানান, ‘বিশেষত মত্স্যজীবীদের ওপর নির্ভর করে ফি বছর আমরা এহ পুজো করে থাকি। আগামীদিনে যদি মত্স্যজীবীরা আর্থিক দিক থেকে আশার আলো দেখেন, তা হলে আমরা এহ পুজোকে অন্য মাত্রায় নিযে যাব।’

অন্যদিকে সভাপতি  বঙ্কিমচন্দ্র দলপতি বলেন, ‘এ বছব প্লাস্টিক বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর। সেজন্য আমরা শালপাতা ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছি।  পুজোর বাড়তি আকর্ষণ ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

-তাপস পাল