শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষের তৈরি নিয়ম যেভাবে একটি গরু মানল

News Sundarban.com :
অক্টোবর ১০, ২০১৯
news-image

রাস্তায় বেড়িয়ে যদি ট্রাফিক সিগনালে আটকে যেতে হয়, কারই বা ভাল লাগে। এমনও দেখা যায়, আশেপাশে যদি ট্রাফিক পুলিশ না থাকে, তবে কেউ কেউ লাল বাতির মাঝেই নিয়ম ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে যান। মানুষ না মানলেও, মানুষের তৈরি নিয়ম যেভাবে একটি গরু মানল, তা দেখে অবাক নেটিজেনরা।বাংলাদেশ প্রতিদিন

সম্প্রতি অভিনেত্রী প্রীতি জিন্তা একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, লাল বাতি জ্বলায় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো গাড়ি ও বাইক। আর তাদের মাঝেই একটি গরু একদম নিয়ম মেনে নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে।

প্রীতি জিন্তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ৬ অক্টোবর পোস্ট হয়েছে নয় সেকেন্ডের ভিডিওটি। ইতোমধ্যেই ভিডিওটি প্রায় ৫৭ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক, কমেন্টও শেয়ার।

প্রীতি জিন্তার এই টুইট দেখে কেউ বলছেন, এই কারণেই পশুদের আচরণ কখনও কখনও মানুষের থেকেও ভাল হয়, আবার কেউ বলছেন, গরুরা অনেক সময়ই মানুষের থেকে বেশি ট্রাফিক নিয়ম সচেতন হয়।