শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের সবচেয়ে বড় পেট্রোপণ্যের প্রোজেক্ট হতে চলেছে মহারাষ্ট্রে।

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০১৯
news-image

২০২৪-এর মধ্যে ৫ ট্রিলিয়ন অর্থনীতি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে সৌদির যুবরাজও ২০৩০ সালের মধ্যে গড়তে চান ‘নয়া সৌদি আরব’। তাঁদের এই স্বপ্ন বাস্তবায়ন করতেই আরও কাছাকাছি এসেছেন মোদী ও সলমন। আগেই সৌদি আরব ঘোষণা করেছিল, মোটা অঙ্কের বিনিয়োগ করবে ভারতে। সৌদির দূত সাউদ বিন মহম্মদ অল সতি জানান, ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ তাঁর দেশ।

তেল সংশোধণ, খনন, পেট্রোপণ্য প্রস্তুত, কৃষি-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে সৌদি আরব। সে দেশের সবচেয়ে বড় তেল সংস্থা অ্যারামকোর সঙ্গে গাঁটছড়া বাঁধছে রিলায়্যান্স। মহম্মদ অল সতি জানান, ভারতে বিদ্যুত্ শক্তি ক্ষেত্রে ৪৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যারামকো সংস্থা। দেশের সবচেয়ে বড় পেট্রোপণ্যের প্রোজেক্ট হতে চলেছে মহারাষ্ট্রে।