বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপুল সংখ্যক আধাসেনা থাকা সত্ত্বেও কাশ্মীরে সক্রিয় অন্তত ৪টি জঙ্গি সংগঠন

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০১৯
news-image

জম্মু ও কাশ্মীরে বিপুল সংখ্যক আধাসেনা থাকা সত্ত্বেও কাশ্মীরে সক্রিয় অন্তত ৪টি জঙ্গি সংগঠন। ওইসব সংগঠনের কমপক্ষে ২৭৩ জন জঙ্গি এখন সেখানে সক্রিয়। এদের মধ্যে রয়েছে লস্কর, হিজবুল, জইশ ও আল বদরের জঙ্গি।

সংবাদসংস্থার খবর অনুযায়ী কাশ্মীরে বর্তমানে যতজন জঙ্গি রয়েছে তাদের মধ্যে সবচেয় বেশি জঙ্গি লস্কর-ই-তৈবার(১১২ জন)। এর পরেই রয়েছে হিজবুল। তাদের সদস্যের সংখ্যা ১০০ জন। পাশাপাশি জইশের জঙ্গি রয়েছে ৫৮ জন ও আল বদরের ৩ জন।

গোয়েন্দাসূত্রে খবর, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর জঙ্গিদের সঙ্গে তাদের পাকিস্তানি হ্যান্ডেলারদের যোগাযোগ অনেকটাই ধাক্কা খেয়েছে। বর্তমানে জঙ্গিরা কিছুটা চুপচাপ থাকলেও যে কোনও মুহূর্তে তারা সক্রিয় হয়ে হয়ে উঠতে পারে।