বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 আসামে অনেক আসল ভোটার বাদ পড়েছে : মমতা

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০১৯
news-image

রাশিদ রিয়াজ : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকে আসামের নাগরিকদের তালিকা বা এনআরসি নিয়ে আলোচনা করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। “অনেক আসল ভোটার বাদ পড়েছে”, বলেন তিনি। আসামের নাগরিকত্ব নিবন্ধন থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি  বলেন যে বাংলায় নাগরিকপঞ্জিকরণের কোনও দরকার নেই। আসামে  নাগরিকদের তালিকা বাস্তবায়ন হওয়ার পর দেখা যায় ওই তালিকা থেকে প্রায় ১৯ লাখ  লোকের নাম বাদ পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনাও হয় দেশ জুড়ে। সংবাদসংস্থা এএনআই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে জানিয়েছে, “আমি তাঁকে (অমিত শাহ) একটি চিঠি দিয়েছি, যেখানে তাঁকে আমি বলেছি যে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ লোকের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় অসমিয়া রয়েছেন। অনেক প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এদিকে নজর দেওয়া উচিত বলে অনুরোধ করে আমি একটি অফিসিয়াল চিঠি জমা দিয়েছি”।

বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারাদেশে জাতীয় নাগরিকপঞ্জি চালু করা এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা বলে ফের হুঁশিয়ারি দেন।