বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিথুরি লেন ও স্যাকরা পাড়ায় সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজো নয়, বিশ্বকর্মা পুজো

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৯
news-image

বউবাজারের দুর্গা পিথুরি লেন ও স্যাকরা পাড়ায় সবচেয়ে বড় উত্সব দুর্গাপুজো নয়, বিশ্বকর্মা পুজো। কারন এই দুটি পাড়ার প্রায় সব বাসিন্দার পেশা কোনও না কোনওভাবে যন্ত্রের ওপর নির্ভরশীল। প্রায় সাড়ে চারশো গয়নার কারিগর, মনিকার, হল মার্ক শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন এখানে। তাই স্বাভাবিকভাবেই শিল্পকলার দেবতা বিশ্বকর্মা এখানে পূজিত হন মহা ধুমধামে। সবার কছে বিশ্বকর্মা পুজোর দিনটাই সারা বছরের ভালো কারবারের সূচক। কিন্তু এবার ব্যতিক্রম।দুর্গা পিথুরি লেন ও স্যাকরা পাড়া- দুটোরই অস্তিত্ব প্রায় বিলুপ্ত। বউবাজারে বিপর্যয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একটার পর একটা অট্টালিকা সম বাড়ি। সঙ্গে চাপা পড়েছে স্বপ্নও- পেট চালানোর, সংসার চালানোর, এমনকী জীবিকার। বিপর্যয়ের সেই কালো অধ্যায়ের পর আজ প্রথম উত্সবের আলো বৌবাজার সোনাপট্টিতে।