বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত মহাসাগরে টহলরত ৭টি বিশালাকায় চিনা যুদ্ধজাহাজ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৯
news-image

নিজস্ব প্রতিবেদনলক্ষ্য শক্তি প্রদর্শন ও ভারত মহাসাগরে প্রভাব বিস্তার। সেই লক্ষ্যে ভারত মহাসাগর ও তার আশেপাশের অঞ্চলের জলে টহল দিচ্ছে ৭টি বিশালাকায় চিনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনার গুপ্তচর বিমানের ক্যামেরায় ধরা পড়েছে ভারত মহাসাগরে টহলরত জাহাজগুলির ছবি।

গুপ্তচর বিমানে থেকে তোলা চিনা যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমান বহনকারী Xian-32 যুদ্ধজাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে টহল দিচ্ছে। এর পর শ্রীলঙ্কার সমুদ্রের জলে প্রবেশ করে ওই জাহাজটি।

P-8I অ্যান্টি-সাবমেরিন ও সার্ভেলেন্স বিমানের ক্যামরায় ধরা পড়েছে চিনা নৌসেনার মোট সাতটি যুদ্ধবিমানের ছবি। প্রতিটি চিনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।

 

আরও দেখুন