শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকায় আগুন, নিহত ৩৪  যাত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৯
news-image

সাবিহা জামান

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ক্যালিফোর্নিয়া উপকূলে আগুনে পুড়ে যাওয়া নৌযানটির ক্রুরা ঘুমিয়েছিলেন অগ্নিকান্ডের সময়। ফেডারেল আইন অনুসারে, রাতে পাহারা দিতে ক্রু সদস্যদের জেগে থাকাই নিয়ম। বিবিসি

মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) ২ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ডেকের নিচে ঘুমিয়ে থাকা ৩৪ জন যাত্রী আগুনে মারা গেলেও ক্রু পাঁচ সদস্যই পালাতে সক্ষম হন।

এনটিএসবিকে ক্রুরা জানায়, নৌকায় যান্ত্রিক বা বৈদ্যুতিক সমস্যা ছিলো না।

সোমবার নিহতদের লাশ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের ধারণা, ধোয়ায় শ্বাসরোধেই তাদের মৃত্যু হয়। নিহত ৩৪ জনের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরিক্ষা চলছে।  অগ্নিকাণ্ডের কারণ এখনও পাওয় যায়নি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্রুজ আইল্যান্ডে নৌকায় অগ্নিকাণ্ডে মারা গেছে ৩৪ জনে। এর আগে নৌকার ৫ নাবিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তবে নতুন করে আর কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এমন অবস্থায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।