বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যানিমেল প্ল্যানেট-এর সঙ্গে যুক্ত হয়েছেন রোহিত

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

যেমন চলছে তেমনই চলতে থাকলে পরবর্তী প্রজন্মের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। সবটাই এই প্রজন্ম নষ্ট করে দিয়ে যাবে। এই কথাগুলো গত কয়েকদিন ধরেই বলে চলেছেন পরিবেশ বিজ্ঞানীরা। এখনই সচেতন না হলে প্রকৃতির রোষের মুখে পড়তে হতে পারে আমাদের। আর তার থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে পরবর্তী প্রজন্মকে আমরাই বিপদের মুখে ঠেলে দিয়ে যাব। এই কথাগুলোই যেন আবার বললেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (ডব্লিউ ডব্লিউ এফ) ও অ্যানিমেল প্ল্যানেট-এর সঙ্গে যুক্ত হয়েছেন রোহিত। রোহিত এখন ভারতে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার রক্ষায় সচেতনতা ছড়াবেন।

রোহিত বললেন, এই বিশ্বে অন্য প্রজাতিকে রক্ষা করার দায় আমাদের। ভবিষ্যতে এখনও পর্যন্ত আমাদের হাতে রয়েছে। এর পর কী হবে বলা মুশকিল। আমাদের এখনই সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যা যা করা উচিত সব করতে হবে এখনই। না হলে আমাদের পরের প্রজন্ম হয়তো প্রকৃতির ভারসাম্য বলে কিছুর অস্তিত্ব খুঁজে পাবে না। সেটা আরও ভয়ানক হবে। আমি আশা করছি এই উদ্যোগ ডব্লিউ ডব্লিউ এফ ও অ্যানিমেল প্ল্যানেট-এর সঙ্গে অন্যদের যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আমরা হাতে হাত মিলিয়ে এক শৃঙ্গ গন্ডার রক্ষা করব।