শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক নিয়োগের দাবিতে গণ অবস্থান হেয়ার স্কুলের অবিভাবকদের

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৯
news-image

আশ্বাস ছিল, কিন্তু তা মেটেনি। হেয়ার স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। কলেজ স্ট্রিটে অবরোধে অভিভাবকরা। হাতে গোনা শিক্ষকের সংখ্যায় আপত্তি। শিক্ষামন্ত্রীর আশ্বাসেও মেটেনি সমস্যা। তাই অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে গণ অবস্থান হেয়ার স্কুলের অবিভাবকদের। অবরুদ্ধ কলেজ স্ট্রিট। বন্ধ যান চলাচল। কলেজ স্ট্রিট সন্নিহিত বেশ কয়েকটি জায়গায় এই অবরোধের প্রভাব পড়েছে সাতসকালে।

১৭ জুলাইয়ের পর ফের ২৮ অগাস্ট। হেয়ার স্কুলের সামনে ফের অবরোধ অভিভাবকদের। এক মাসের মধ্যে দাবি মেটানোর আশ্বাস থাকলেও তা পূরণ না হওয়ায় ফের অবরোধ শুরু করেন অভিভাবকরা। হেয়ার স্কুলে বর্তমানে ছাত্রের সংখ্যা  সাড়ে পাঁচশো। অথচ শিক্ষক মাত্র আট জন। গত মাসে এক জন শিক্ষক চলে গেছেন। এ মাসে চলে যাবেন টিচার ইন চার্জ তনুশ্রী নাগ। তারপর শিক্ষকের সংখ্যা কমে দাঁড়াবে সাতে। অথচ মোট শিক্ষক-শিক্ষিকা থাকার কথা ১১ জন।