শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিলে ভয়াবহ বাঁধ বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৯
news-image

ব্রাজিলে ভয়াবহ বাঁধ বিপর্যয়ে মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। জল ও কাদামাটির তোড়ে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মাটির নীচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৩৪৫ জন শ্রমিক।
শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে দক্ষিণপূর্ব ব্রাজিলের মিনা ফিইজো খনির কাছে। খনিটি বেলো হরিজেনোতো শহরের কাছে। দুর্ঘটনার সময় সরকার নিয়ন্ত্রিত ওই খনিতে ৪২৭ জন শ্রমিক কাজ করছিলেন।

এলাকায় একটি বিস্ফোরণ থেকেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। বাঁধ ভাঙার পরই কমপক্ষে ১ কোটি ঘনমিটার কাদামাটি ওই খনিতে ঢুকে পড়ে। তাতে চাপা পড়ে যান শ্রমিকরা।

এদিকে, উদ্ধারকার্যে নেমেছে ব্রাজিলের বিপর্যয় মোকাবিলা দফতর ও সেনা। কাজে লাগানো হয়েছে ১৪টি কপ্টার। এলাকায় অধিকাংশ বাড়িকেই গিলে ফেলেছে কাদামাটি। রাস্তাঘাট, গাড়ি চাপা পড়ে রয়েছে কাদামাটির তলায়। এখনও পর্যন্ত এলাকা থেকে ১৭০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো কপ্টারে ঘুরে দেখেছেন।। উদ্ধারকার্যে নামানো হয়েছে ১০০০ সেনা ও স্নিফার ডগ।