শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২তম বাউন্ডারিটা মেরে সবার নজর কোহলি ব্যাটের দিকে

News Sundarban.com :
ডিসেম্বর ১৭, ২০১৮
news-image

নিজস্ব ইনিংসের ১২তম বাউন্ডারিটা মেরে কোহলি ব্যাটের দিকে সবার নজর ঘোরালেন। সেই ব্যাট যা দিয়ে তিনি বিশ্বজয়ের লক্ষ্যে নেমেছেন। সেই ব্যাট যেন কথা বলে। তিনি মুখে বলেন কম! এমনিতে তিনি ঠোঁটকাটা। তার উপর মেজাজটা একটু বেশি উষ্ণ। কেউ কিছু বললে হজম করতে পারেন না। পাল্টা ফিরিয়ে দেন। এমনই কোহলি। আর এমনই সচল কোহলির ব্যাট। কী যেন একটা বলতে চাইলেন। পারথের মাটিতে ২৫তম সে়ঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি হাবভাবে বুঝিয়ে দিলেন, আমি নয়, আমার হয়ে আমার ব্যাটই শেষ কথা বলবে। একা কুম্ভ রক্ষা করার দায়িত্ব যেন তাঁর কাঁধেই।

২৫তম টেস্ট সেঞ্চুরি। যার মধ্যে সাতটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সাতটার মধ্যে ছটা শতরান আবার অস্ট্রেলিয়ার মাটিতেই। অভাবনীয় রেকর্ড। অসম্ভব উত্থান। পারথে একসঙ্গে ছুঁয়ে ফেললেন ইনজামাম-উল-হক ও সচিন তেণ্ডুলকরকে। অস্ট্রেলিয়ার মাটিতে ছটা সেঞ্চুরি করেছিলেন সচিন তেণ্ডুলকর। এবার কিং কোহলিও ব্র্যাডম্যানের দেশে ছয় নম্বর সেঞ্চুরিটা হাঁকিয়ে বসলেন। ছুঁয়ে ফেললেন সচিনকে। এদিকে, টেস্ট ক্রিকেটে ২৫ নম্বর সেঞ্চুরি করে স্পর্শ করলেন পাক কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হককে। চলতি বছরে স্বপ্নের মতো পারফর্ম করছেন বিরাট। ২০১৮-য় এই নিয়ে পঞ্চম সেঞ্চুরি করে বসলেন তিনি। কোহলিকে যোগ্য সঙ্গত দিয়ে গেলেন তাঁর ডেপুটি রাহানে। ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। বিরাট ও রাহানের লড়াইয়ে ভারতের প্রথম ইনিংস ২৮৩ রানে শেষ। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামল অজিরা। বিরাট থামলেন ১২৩ রানে। কামিন্সের বলে স্লিপে হ্যান্ডকম্বের হাতে ধরা দিলেন।