মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথকে বসাতে চলেছে কংগ্রেস

সব জল্পনার অবসান। দিনভর আলাপ-আলোচনা-বৈঠকের পর অবশেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথকে বসাতে চলেছে কংগ্রেস। শিবরাজ সিংয়ের উত্তরসূরী হতে চলেছেন কমলনাথ। তবে ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে কেউ থাকছেন না। মনে করা হয়েছিল, উপমুখ্যমন্ত্রীর পদে জ্যোতিরাদিত্যকে বসিয়ে ভারসাম্য রক্ষা করতে পারেন রাহুল গান্ধী। এদিন পরিষদীয় দলের বৈঠকে কমলনাথের নামে পড়ে শিলমোহর। এরপর মধ্যপ্রদেশ কংগ্রেস টুইট করে কমলনাথের নাম ঘোষণা করে।
৭২ বছরের কমলনাথ গান্ধী পরিবারের বিশ্বাসের পাত্র। মধ্যপ্রদেশ ছিন্দওয়াড়া লোকসভা থেকে একাধিকবার সাংসদ হয়েছেন তিনি। মধ্যপ্রদেশের ঠিক আগেই তাঁকে প্রদেশ সভাপতি করেন রাহুল গান্ধী। তাঁর মাস্ট্রারস্ট্রোক খেটে গিয়েছে। ১৫ বছর পর মধ্যপ্রদেশে প্রত্যাবর্তন করেছে কংগ্রেস। শিবরাজ সিং চৌহানের মতো জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে হারাতে কমলের মস্তিষ্কের উপরে ভরসা রেখেছিলেন কংগ্রেস সভাপতি। সেই ভরসার দাম দিয়েছেন কমলনাথ।