বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনবার জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতল বাংলার মেয়ে

News Sundarban.com :
নভেম্বর ২০, ২০১৮
news-image

মাত্র ০.৩ পয়েন্টের জন্যই বিশ্ব রেকর্ড অধরা রয়ে গেল ভারতীয় মহিলা শ্যুটার মেহুলি ঘোষের। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হ্যাট্রিকের নজির রয়েছে মেহুলির। এই নিয়ে পরপর তিনবার জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতল বাংলার মেয়ে।

মেহুলির কোচ জয়দীপ কর্মকার জানান, অনবদ্য খেলেও সামান্য পয়েন্টের জন্য হাতছাড়া করতে হল বিশ্ব রেকর্ডের স্বপ্ন। যুব ইভেন্টে খেললেও সিনিয়ার ইভেন্টেও রেকর্ড ছুঁয়েছেন মেহুলি। এছাড়া ভারতীয় সিনিয়ার ইভেন্টেও রেকর্ড আছে তাঁর। এদিন জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে যুব এবং জুনিয়র ১০ মিটার এয়ার রাইফেলে ব্যাক্তিগত ও দলগতভাবে ৪টি সোনা জেতেন মেহুলি। ব্যাক্তিগতভাবে তাঁর পয়েন্ট ২৫৩।

সামনে মেহুলির বুন্দেশলিগা শ্যুটিং প্রতিযোগিতা। যুব চ্যাম্পিয়ন্সশিপ শেষ করেই জার্মানি উড়ে যাবেন তিনি। তবে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন্স লিগে শুট্যিং খুব দ্রুত গতির হয়। কখন শুরু হয় আর কখন শেষ হয় বোঝাই যায় না। তাই সামনে কড়া চ্যালেঞ্জের মুখে কতটা নিজেকে সামলে নিতে পারবেন মেহুলি, সেটাই দেখার বিষয়।