বিয়ের প্রস্তাবকে স্মরণীয় করে রাখতে সাক্ষী একদল বেজিও!

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বিয়ে। সেই বিয়ের প্রস্তাবকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল বেজিপ্রেমী এক জুটি। হলোও তাই।
অনেকটা আচমকাই ছবির ফ্রেমে ঢুকে পড়া বেজিও হয়ে রইল তাদের এই মুহূর্তের সাক্ষী। প্রাণিপ্রেমী দুইজনের সঙ্গে ক্যামেরায় ধরা পড়া বেজিগুলো যেন আনন্দের মুহূর্তটাকে আরও আনন্দের করে তোলে।
সম্প্রতি সিঙ্গাপুরে ব্রিটিশ নাগরিক জর্দান দোয়েল আর ম্যারি লিসারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
২৮ বছর বয়সী দোয়েল বলেন, আমরা দুইজনই ভীষণ রকমের বেজিপ্রেমী। তাই ওই স্থানে গিয়েই বিয়ের প্রস্তাবটা দিব বলে ভেবেছিলাম।
এরপরই একদল বেজি তাদের মাঝে জড়ো হয়ে যায়। ম্যারিকে জর্দান বিয়ের প্রস্তাব দেওয়ার সময় বেজিগুলোর দেওয়া পোজও ধরা পড়ে ক্যামেরায়।
ওই জুটির গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবিটি তুলেছেনে বার্নাড শিয়া। তিনি বলেন, ছবি তোলার জন্য প্রাণীগুলোকে পোজ দিতে বললাম; ওমনিই তারা দাঁড়িয়ে পড়ল। খুব অবাক হয়ে গিয়েছি।