শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপি বিরোধী দলগুলো নিয়ে ব্রিগেডে সমাবেশ করবে তৃণমূল

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০১৮
news-image

১শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নতুন বছরে বিজেপি বিরোধী দলগুলো নিয়ে ব্রিগেডে সমাবেশ করবে তৃণমূল। সেই মতো প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ব্রিগেড সমাবেশকে সফল করতে কর্মী সম্মেলনের আয়োজন করল মগরাহাট।

আগামী লোকসভা নির্বাচনের পর দিল্লির মসনদে বসবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই স্বপ্ন দেখছে তৃণমূল কর্মীরা। আর সেই মতো কর্মসূচিও নিতে শুরু করেছে তাঁরা।

মগরাহাটের কর্মী সম্মেলন থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী জানান, “আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দিল্লির বর্তমান ক্ষমতাশীল দলকে বিদায় দিয়ে যাতে আগামীতে কেন্দ্রে আমাদের দিদি সরকার পরিচালনা করতে পারে তার ব্যাবস্থা করতে হবে। এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিন। প্রতিটি পঞ্চায়েত স্তরে কমিটি গঠন করতে হবে, যদি কোথাও সমস্যা থেকে থাকে এখন থেকেই তার সমাধান করুন। আমার আপনার দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) দিল্লি যাওয়ার পথে যেন কোনও বাধা না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে”।