শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা দুই মহিলা

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০১৮
news-image

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন দুই মহিলা। তাঁদের নির্বাচিত হওয়ার খবরের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে আরও বেশ কিছু তথ্য। জানা গিয়েছে, দিলসাদা বেগম ও আরিফা বেগম নামে ওই দুই মহিলা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা।
ওই দুই মহিলা সেখান থেকে ফিরে এসেছেন কয়েক বছর আগে। শুধু তাই নয়, তাঁদের দু’জনেরই প্রাক্তন স্বামী ছিল জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এই দু’‌জনের অতীত জীবনে আর কী কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি অভিযোগের কথা জানা গিয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ মিথ্যা হতে পারে বলেও মনে করছেন অনেকে। মাওয়ার গ্রাম থেকে বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন দিলসাদা। আর আরিফা জিতেছেন খুমরেয়াল গ্রাম থেকে। পুলিশের দাবি ভোটে লড়ার আগে সমস্ত দরকারি নথি জমা দিয়েছেন দু’‌জনে।
জানা গিয়েছে, আরিফার বিয়ে হয় গুলাম মহম্মদ মিরের সঙ্গে। তখন তিনি থাকতেন পাক অধিকৃত কাশ্মীরে। এরপর ২০১০ সালে নেপাল হয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে ফিরে আসেন আরিফা। আগে মিরের বাড়ি এই কুপওয়ারাতেই ছিল। নয়ের দশকের গোড়ায় কুপওয়ারা থেকে কয়েক হাজার কাশ্মীরি পরিবার পাক অধিকৃত কাশ্মীরে চলে যায়।

আরও দেখুন