শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের মমতেকে কটাক্ষ মুকুল রায়ের

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৮
news-image

বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন মুকুল রায়। বলেছিলেন রাজ্যে ৩৪ বছরের বাম জমানার অবসান হলেও, প্রকৃত পরিবর্তন আসেনি। প্রকৃত পরিবর্তন আনবেন তাঁরাই। এবার তিনি বললেন ইতিহাস মিথ্যা হয়ে যাবে, যদি অত্যাচারীরাই শেষ কথা বলে। তা কোনওদিনও হয়নি, হবেও না। মুকুল রায় এদিন মমতার সমালোচনার মুখর হয়ে বলেন, এর আগে হিটলার পারেননি, পারেননি মুসোলিনিও, আর পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ ইতিহাস কখনও অত্যাচারীদের রেয়াত করেনি। মমতা যদি শাসন ক্ষমতায় রয়ে যান, তবে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। তিনি এও বলেন, এই মুহূর্তে বাংলার বুকে বড় প্রশ্ন গণতন্ত্র থাকবে কি থাকবে না। সেই প্রশ্ন নিয়েই আমাদের আলোচনা। তাই আমাদের যাত্রার নাম গণতন্ত্র বাঁচাও কমিটি। তিনি এদিন মমতার সরকারের কড়া সমালোচনা করেন। বলেন, আমি এর আগে জ্যোতি বসুর সরকার দেখেছি, দেখেছি সিদ্ধার্থশঙ্কর রায়ের সরকার। কিন্তু এমন স্বৈরাচারী সরকার আগে দেখিনি।বাংলায় তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। তারা ভয় পাচ্ছে। তাই তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই বাধার সম্মুখীন হচ্ছেন। বাধা দিচ্ছে তৃণমূল। মুকুল রায় বিষ্ণুপুরে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, রাজ্যে এখন পুলিশ রাজ চলছে। সেই কারণেই কোথাও সভা করতে দেওয়া হচ্ছে না।এইসব পরিকল্পিত বাধাই প্রমাণ করছে, আর বেশি দিন নয়, রাজ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে বিজেপিই আসতে চলেছে ক্ষমতায়।