মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে ভেঙে পড়ল যাত্রীবিমান

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে ভেঙে পড়ল একটি বিমান। উড়ানের ১৩ মিনিট পরই নিখোঁজ হয়ে যায় লিওন এয়ারের একটি বিমান। সেটি ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে পাঙ্গকাল পিনাং যাচ্ছিল। । বিমানটির ক্যাপ্টেন ছিলেন ভবি সুনেজা। দিল্লির বাসিন্দা তিনি।জাকার্তা বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে উড়েছিল লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জানা গেছে, বিমানটি আজ সকাল ৬টা ১০ মিনিটে টেক অফ করে। এবং সকাল ৭টা ২০মিনিটে পাঙ্গকাল পিনাংয়ে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ৬টা ৩৩ মিনিটের পর থেকে ATC (এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের) সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার স্টেট এয়ার নেভিগেশন অপারেটর ইতিমধ্যে বিমানটির খোঁজে তল্লাশি শুরু করেছে। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০ জন ডুবুরি উদ্ধারকাজ চালাচ্ছেন ৷ সমুদ্রে প্রায় ৩০-৪০মিটার গভীরে ডুবে গিয়েছে বিমানটি ৷ যার জেরে ওই বিমানে কারওরই বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই বলে দাবি এজেন্সির ৷