বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিজার্ভ ব্যাঙ্ক পরিচালনার স্বাধীনতা নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দিল, বিরল আচার্ষ

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০১৮
news-image

সরকারি ব্যাঙ্কগুলির পরিচালনার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরল। পাশাপাশি তিনি বলেছেন সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের সংঘাতের একটি কারণ হল সরাকারের একজন পৃথক পেমেন্ট রেগুলেটর চাপিয়ে দেওয়ার চেষ্টা। বিরল বলেন সরকার অর্থনীতি নিয়ে টি ২০ খেলছে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ককে টেস্ট খেলার মানসিকতা নিয়ে এগোতে হয় বলে মন্তব্য করেন আচার্ষ।
রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের চাপা সংঘাতের মধ্যেই শুক্রবার মুম্বইয়ে এক বক্তৃতায় সরকারে বিরুদ্ধে তোপ দেগে দেন বিরল। এনিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। নীরব মোদীর দুর্ণীতি নিয়ে অরুণ জেলটির মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন বিরল। জেটলি সে সময় মন্তব্য করেন দুর্ণীতির জন্য রাজনীতিবিদদেরই দায়ী করা হয়, ব্যাঙ্কগুলিকে নয় কেন। বিরল এদিন আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার এখন টি ২০ খেলছে। কারণ প্রায়ই কোনও না কোনও নির্বাচন থাকে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ককে টেস্ট ম্যাচ খলতে হয় ভবিষ্যের চ্যালেঞ্জের কথা ভেবে।মুম্বইয়ে এক বক্তৃতায় তিনি বলেন, দেশের শীর্ষ ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে যখন হস্তক্ষেপ করা হয় তখন দেশের সেরা মেধাদের সেখানে ধরে রাখা শক্ত। শীর্ষ ব্যাঙ্ক তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে বেশকিছু শক্ত পদক্ষেপ নিয়ে থাকে। এর ফলে দেশের অর্থনীতির সূদুরপ্রসারি লাভ হয়। এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা খর্ব করার সামিল।সরকারের হস্তক্ষেপ নিয়ে বিরল আচার্ষ কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা নিয়ে সরকারের কোনওরকম শ্রদ্ধা না থাকতে পারে। তবে এর জন্য খুব শীঘ্র বা অদূর ভবিষ্যতে দেশের বাজারের কোপে পড়তে হবে সরকারকে। অর্থনীতিতেও তার প্রভাব পড়বে।