বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলকে প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০১৮
news-image

৯৮২ সালে আলিপুরদুয়ারের বক্সা জঙ্গল ব্যাঘ্র প্রকল্প হিসাবে স্বীকৃতি পায়। শেষ ২০ বছরে এই জঙ্গলে সরাসরি বাঘেদের তেমন কোন অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। সম্প্রতি বাইরে থেকে রয়াল বেঙ্গল টাইগার এনে জঙ্গলের হারানো গৌরব ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বনদফতর। বাইরে থেকে হরিণ এনেও এই জঙ্গলে ছাড়া হয়েছে। এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলকে প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বনদফতর। বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য পর্যটকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে কাগজের ব্যাগ।
পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল। বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। রাজাভাতখাওয়া গেটে পর্যটকদের কাগজের ব্যাগ বিনামূল্যে বিতরণ করছে বনদফতর। প্লাস্টিক ব্যাগ ব্যবহার রুখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।