মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৮২৭টি পর্নসাইট বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্র

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৮
news-image

এবার পুরোপুরি বন্ধ হচ্ছে ৮২৭টি পর্নসাইট, নির্দেশ দিল কেন্দ্র। গত ২৭ সেপ্টেম্বর পর্নসাইটগুলি বন্ধের নির্দেশ দিয়েছিল উত্তরাখন্ড হাইকোর্ট। সেই রায় মেনেই সংশ্লিষ্ট ইন্টারনেট প্রোভাইডারগুলিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদিও মোট ৮৫৭টি সাইট বন্ধের তালিকা দেওয়া হয়েছিল। সেগুলি পরীক্ষা করে দেখে তথ্যসম্প্রচার মন্ত্রক (মেইটি)। এর মধ্যে ৩০টি সাইটে আপত্তিকর কিছু না থাকায়, সেগুলিকে বন্ধের তালিকার বাইরে রাখা হয়। বাকি গুলিকে বন্ধের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে টেলিকম দফতর (ডট)। সূত্রের খবর, এর আগে ২০১৫ সালের জুলাইতে এরকই একটি নির্দেশিকা জারি করেছিল ডট। কিন্তু ওই বছরের আগস্টেই সেই নির্দেশ পরিবর্তন করা হয়। সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। ফলে তখন শুধুমাত্র নিষিদ্ধ করা হয় ‘চাইল্ড পর্নগ্রাফি’। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলি জানায়, ওই ৮৫৭টি সাইটে ‘চাইল্ড পর্নগ্রাফি’ নেই। তাই সেসব ওয়েবলিঙ্ক বন্ধ করা যাবে না। কিন্তু এবার ৮২৭টি সাইটকেই পুরোপুরি ব্লক করতে বলা হয়েছে।