বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে মন্ত্রিগোষ্ঠীর উপর দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৮
news-image

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে মন্ত্রিগোষ্ঠীর উপর দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার৷ বুধবার কেন্দ্রের তরফে গ্রুপ অফ মিনিস্টারস তৈরি করে দেওয়া হয়৷ যার মাথায় রয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং৷ এই মন্ত্রী গোষ্ঠীর অন্যান্য সদস্যরা হলেন নিতিন গডকড়ি, মানেকা গান্ধী ও নির্মলা সীতারমন৷ #METOO বিতর্কে ঝড় বইছে গোটা দেশে৷ রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে সংবাদমাধ্যম বাদ নেই কোনও মহল৷ ফলে, এ পরিস্থিতি দাঁড়িয়ে ন্দ্রের তরফে মন্ত্রীগোষ্ঠী গড়ে বার্তা দেওয়ার চেষ্টা হল, সরকার এ ব্যাপারে কড়া অবস্থানই নেবে৷ অভিযোগ জানানোর জন্য চালু করা হচ্ছে ইলেক্ট্রনিক মেল বক্স৷ যাতে সরাসরি মন্ত্রী গোষ্ঠীর কাছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে৷