শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিকিমের খাদে গাড়ি পড়ে মৃত্যু হল বাংলার পাঁচ পর্যটকের

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৮
news-image

সিকিমের খাদে গাড়ি পড়ে মৃত্যু হল বাংলার পাঁচ পর্যটকের। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে সিকিমের নয়াবাজার থানার কাটারবোট এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই পর্যটকরা একটি জ়াইলো গাড়ি করে কালুক যাচ্ছিলেন। চালক সহ গাড়িতে মোট আটজন ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নয়াবাজার থানার কাটারবোটে এলাকায় গাড়িটি উলটে রাস্তা থেকে ১০০ মিটার নিচে একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থানে জড়ো হয়ে যায় স্থানীয়রা। তারাই উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থানে মৃত্যু হয় পাঁচজনের। বাকি তিনজনের একজনকে মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চালকসহ দু’জনকে নামচি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃত ও আহতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। উত্তর ২৪ পরগনার বারাসত, মছলন্দপুর ও দমদম থেকে ১৩-১৪ জনের একটি দল সিকিমের গ্যাংটকে বেড়াতে গেছিল। গতকাল সন্ধ্যায় তারা দুটি গাড়িতে ভাগ হয়ে কালুক যাচ্ছিল। একটি দল গন্তব্যে পৌঁছে গেলেও দ্বিতীয় গাড়িটি না আসায় খোঁজ শুরু হয়। জানা যায়, পর্যটকসহ খাদে পড়ে গেছে গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে রয়েছেন নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক ও তাঁর স্ত্রী আশালতা পাঠক, পাঠক দম্পতির একমাত্র ছেলে বিভাস পাঠক এবং বিভাসের দিদি লিলি পাঠক। তার মধ্যে নীহারেন্দু বিশ্বাসের বাড়ি বারাসতের ছোটো বাজারে। তিনি বিভাসের মামা। বাকিরা মছলন্দপুরের বাসিন্দা।