শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভার্মা ও আস্থানাকে তলব প্রধানমন্ত্রীর

News Sundarban.com :
অক্টোবর ২২, ২০১৮
news-image

CBI-র স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে মইন কুরেশি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে গতকালই FIR দায়ের করা হয়েছে। ঘুষ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র হয়েছে CBI-র স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা ও ডিরেক্টর অলোক ভার্মার দ্বন্দ্ব। অবশেষে, তাঁদের দ্বন্দ্বে হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সংস্থার দুই শীর্ষ কর্তাকে ডেকে পাঠিয়েছেন তিনি।

PMO সূত্রে খবর, স্পেশাল ডিরেক্টেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে PMO-র অনুমতি প্রয়োজন। কিন্তু, রাকেশ আস্থানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে CBI-র তরফে এমন কোনও অনুমতি নেওয়া হয়নি। এদিকে, আজ CBI প্রধানের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে DSP দেবেন্দ্র কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাকেশ আস্থানার সঙ্গে কাজ করতেন। শনিবার দেবেন্দ্র কুমারের দিল্লির বাড়িতে হানা দেয় CBI।