শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি, হঠাৎ বাজার অগ্নিমূল্য

News Sundarban.com :
অক্টোবর ২২, ২০১৮
news-image

বিষাদের সুর কাটিয়ে ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি। পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোয় ব্রতী হয় মা-বোনেরা। কিন্তু লক্ষ্মী উপাসনা করতে গিয়ে পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। বাজার দরে হাত পুড়ছে সাধারণ বাঙালির। ফল থেকে প্রতিমা সব কিছুরই দাম চড়া।
ছোটো প্রতিমার দাম প্রায় ২০ টাকা থেকে ৫০ টাকা বেড়েছে। বড় প্রতিমার দাম বেড়েছে ১০০ টাকা থেকে ২০০ টাকা। ফলের দামও চড়া। আপেল বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি কেজি। বেদানা বিক্রি হচ্ছে ১৮০ টাকা প্রতি কেজি। পেয়ারা প্রতি কেজি ১০০ টাকা। আতার দাম প্রতি কেজি বেড়ে হয়েছে ২০০ থেকে ২৫৮ টাকা। শসা ৫০ টাকা প্রতি কেজি। কলা ৬০ টাকা ডজন। বাতাবি লেবু ৬০ টাকা প্রতি কেজি। যদিও ফল বিক্রেতারা চড়া দামের কথা স্বীকার করছেন না। ফল বিক্রেতারা জানিয়েছেন, কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে ফলের।মহুয়া সাঁতরা নামে এক ক্রেতা বলেন, “কোনও জিনিস এক কেজি নিতে হলে দামের জন্য তা ৫০০ গ্রাম নিতে হচ্ছে।” ক্রেতারা জানাচ্ছেন, ফল, প্রতিমা সব কিছুতেই মূল্যবৃদ্ধি। তাই যথেষ্ট সমস্যায় পড়েছেন তাঁরা। নির্দিষ্ট বাজেটের থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে পুজোর বাজার করতে। তাই এবার লক্ষ্মী আরাধনায় চড়া দামের আগুনে হাত পুড়ছে বাঙালির।