শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর দিনাজপুরে তৈরি হচ্ছে উর্দু অ্যাকাডেমি

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৮
news-image

উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের মধ্যে ৫২ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত। যাঁদের মাতৃভাষা উর্দু। এতদিন উত্তর দিনাজপুরে উর্দু ভাষার ব্যাপ্তি না ঘটায় সংখ্যালঘুদের শিক্ষার প্রসারে বাধা ছিল।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কলেজপাড়ায় তৈরি হচ্ছে উর্দু অ্যাকাডেমি। এবার উর্দু অ্যাকাডেমি তৈরি হওয়ায় সেই বাধা কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী বরাবরই মাতৃভাষায় পড়াশোনা নিয়ে উৎসাহ দিয়েছেন। অলচিকি ভাষার সম্প্রসারণ ঘটেছে এই সরকারের আমলেই। উর্দুভাষী মানুষরাও যাতে নিজেদের ভাষায় পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেন সেকারণেই উদ্যোগী বর্তমান সরকার।
উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় ৫২ শতাংশ। এঁদের মাতৃভাষা উর্দু। জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা অনেক হলেও এর আগে সরকারিভাবে উর্দু শিক্ষার ব্যাপ্তি ঘটেনি। ফলে শিক্ষার প্রসারে অনেকটাই পিছিয়ে পড়ছিলেন উর্দুভাষী মানুষরা। মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে বাংলায় পড়াশোনা করত। সেই সমস্যা মেটাতে ইসলামপুর মহকুমার কলেজপাড়ায় উর্দু অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ফলে উর্দু ভাষার সম্প্রসারণ ঘটছে।
১ একরের বেশি জমিতে উর্দু অ্যাকাডেমি তৈরি, ১০ কোটি ৭৮ লক্ষ টাকা খরচ, প্রকল্পের কাজ শেষের মুখে। উর্দু অ্যাকাডেমিতেই ক্লাস রুম, অডিটোরিয়াম, মিটিং হল থাকছে। উর্দু-শিক্ষার জন্য কলকাতা বা অন্যত্র যাওয়ার দিন শেষ। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র উর্দু অ্যাকাডেমি তৈরি হওয়ায় খুশি মুসলিম সম্প্রদায়ের মানুষও। ইতিমধ্যেই উর্দু কমিশনের চেয়ারম্যান অ্যাকাডেমি পরিদর্শন করে গিয়েছেন। তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও প্রশাসনের পদস্থ কর্তারা। দ্রুত এই উর্দু অ্যাকাডেমিতে ক্লাস শুরু হবে।