শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিডিএস কর্মীদের ছুটি একদিন বাড়নো হল

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৮
news-image

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারীর উদ্যোগে আইসিডিএস কর্মীদের ছুটিও বর্ধিত হচ্ছে। শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা স্বয়ং দিয়েছেন খুশির খবর। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, আইসিডিএস কর্মীদের ছুটি একদিন বাড়নো হল। তাঁরা লক্ষ্মীপুজোতেও ছুটি পাবেন। মুর্শিদাবাদের কান্দিতে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর কাছে আইসিডিএসের মহিলাকর্মীরা লক্ষ্মীপুজোয় ছুটির দাবি জানিয়েছিলেন। সেইমতো পরিবহণমন্ত্রী শুভেন্দু তা জানিয়েছিলেন শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাকে।শুভেন্দুর সেই আবেদনে সাড়া দিয়ে ছুটি বর্ধিত করেছেন শশী পাঁজা। তাঁর দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আইসিডিএস কর্মীরা লক্ষ্মীপুজোতেও ছুটি পাবেন। সমস্ত জেলার আইসিডিএস ডিপিওদের জানানো হয়েছে সমস্ত সিডিপিওদের এই বিজ্ঞপ্তি জানিয়ে দিতে।
দফতরের তরফে আইসিডিএ কর্মী ও সহায়কদের জন্য বার্তা দেওয়া হয়েছে, তাঁরা যেন নির্দিষ্ট ছুটির দিনগুলি ছাড়া অন্য দিনগুলিতে কর্মরত থাকেন। এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে, উৎসবের দিনগুলির মধ্যে আইসিডিএস কর্মী-সহায়করা ছুটি পাবেন, সপ্তমী থেকে দশমী, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং রবিবার।এদিন সরকারি কর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। তা বলবৎ থাকছে। পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে। ২৫ অক্টোবরের পর ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি।