শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পদত্যাগ করছেন না আকবর, আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৮
news-image

Metoo বিতর্কে খবরের শিরোনামে আকবর ৷ রবিবার সকালে দেশের মাটিতে পা রাখতেই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও মি টু নিয়ে মন্তব্য এড়ালেন তিনি ৷ বলেন, ‘এই বিষয়ে আমার বলার কিছু নেই ৷ পরে এনিয়ে বিবৃতি দিয়ে জানাব ৷’ যার জেরে পদত্যাগ নিয়ে জল্পনা বাড়ালেন বিদেশ প্রতিমন্ত্রী ৷ সূত্রের খবর, অফিসিয়াল ট্রিপে নাইজেরিয়াতে ছিলেন আকবর ৷ সেই সময়ই মোট ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যার জেরে বেকায়দায় পড়ে মোদি সরকার ৷ বিরোধী দল কংগ্রেসও এম জে আকবরের পদত্যাগের দাবি তোলে ৷ বিজেপিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য পেশ করেনি ৷ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এম জে আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যথেষ্ট গুরুতর ৷ কিন্তু তাকে কি বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হবে ? সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ সূত্রের খবর, সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এম জে আকবর ৷ এরপরই আকবরকে ইস্তফা দিতে বলা হতে পারে ৷
কিন্তু জানা গিয়েছে, মিটু বিতর্কে পদত্যাগ করছেন না আকবর এম জে আকবর ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে ইচ্ছেকৃতভাবে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, ‘কোনও প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ৷ রাজনৈতিক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ৷ এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে ৷ যে অভিযোগই উঠুক না কেন, অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি ৷’