শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য বিমা নিগমে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো

News Sundarban.com :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

রাজ্য বিমা নিগমে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। রাজ্য বিমা নিগমে (ইএসআইসি) এবার ৫৩৯টি শূন্যপদে সোশ্যাল সিকিউরিটি অফিসার (এসএসও), ম্যানেজার (গ্রেড-২) এবং সুপারিনটেনডেন্ট নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩ নভেম্বর এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের অন্তর্গত কর্মচারী রাজ্য বিমা নিগমের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইএসআইসি জানিয়েছে, www.esic.nic.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সহ অন্যান্য তথ্যও বিস্তারিতভাবে পাবেন। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট তিনটি পর্যায়ে এই পরীক্ষাগুলি হবে। প্রথম ধাপে হবে প্রিলিমিনারি পরীক্ষা। দ্বিতীয় ধাপে হবে মেইন। একেবারে শেষ পর্যায়ে হবে কম্পিউটার স্কিল টেস্ট/অবজেক্টিভ টাইপ কম্পিউটার টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে ৩০টি প্রশ্ন। রিজনিং অ্যাবিলিটির উপর থাকবে ৩৫টি প্রশ্ন। এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর থাকবে মোট ৩৫টি প্রশ্ন। প্রতিটির মান এক। প্রতি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে বলে ইএসআইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।