শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর আগেই বড় স্বস্তি পেতে চলেছে বেহালাবাসী

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০১৮
news-image

৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একাংশ। বেহালার সঙ্গে কলকাতার সংযোগকারী মূল সেতুটি ভেঙে পড়ায় বিপাকে পড়েন বিশাল এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তত্পরতায় মাঠে নামে রাজ্য সরকার। রেলের সঙ্গে আলোচনা করে মাঝেরহাট সেতুর সমান্তরাল লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু হয়। মাস ঘুরতে না-ঘুরতেই শেষের পথে সেই কাজ।
পুজোর আগেই বড় স্বস্তি পেতে চলেছে বেহালা-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। আগামিকাল অর্থাত্‍‌ শুক্রবার থেকেই নতুন করে খুলে যাচ্ছে মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা৷ শুক্রবার সকাল ১১টায় মাঝেরহাট ব্রিজের সমান্তরাল বিকল্প রাস্তা খোলা হবে বলে জানিয়েছেন পূর্ত দফতরের সচিব অর্ণব রায়৷ একইসঙ্গে খোলা হবে লেভেল ক্রসিংও৷
মাঝেরহাট ব্রজি বিপর্যয়ের পর থেকেই বন্ধ ছিল ওই রাস্তা৷ রাজ্যের সব ব্রিজ ও কালভার্ট সেচ ও জলপথ দফতর থেকে বদল করে পূর্ত দফতরের অধীনে দেওয়া হচ্ছে৷ পূর্ত দফতর জানিয়েছে, মাঝেরহাটে সাময়িক রাস্তা তৈরির কাজ শেষ৷
গত ১৪ সেপ্টেম্বর ব্রিজ নিয়ে একটি বৈঠক হয় নবান্নে৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, সেচ ও জলপথ দফতরের হাত থেকে রাজ্যের সব ব্রিজ ও কালভার্টের দায়িত্ব তুলে দেওয়া হবে পূর্তদফতরের হাতে৷ এ ছাড়াও রাজ্যের সব ব্রিজ দেখভালের জন্য ব্রিজ কর্পোরেশন তৈরিরও কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বেহালাগামী রাস্তায় তীব্র যানজটের স্বীকার হচ্ছেন মানুষ৷ তাই পূর্ত দফতরের ঘোষণায় সেই যানযন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী শহরবাসী৷