শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মাবতের রাজপ্রাসাদ এবার শ্রীভূমিতে

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০১৮
news-image

গত বছর বাহুবলির আদলে থিম করে নজর কেড়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ঝুলিতে এসেছিল বহু শারদ সম্মান। এবারে সকলকে তাক লাগাতে বিতর্কিত পদ্মাবত সিনেমার রাজপ্রাসাদের আদলেই মণ্ডপ গড়ছে শ্রীভূমি। প্রায় আড়াই মাস ধরে দিনরাত এক করে মণ্ডপ নির্মাণের কাজ চালিয়েছেন শিল্পী ও তাঁর সহযোগীরা। কাঠ, সিমেন্ট, প্যারিস, অত্যাধুনিক কাচ, সোলা, রং, টাইলস, সহ বিভিন্ন দ্রব্য দিয়েই নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে পদ্মাবতের রাজপ্রাসাদের আদলে মণ্ডপটি। যাঁরা সিনেমায় পদ্মাবতের রাজপ্রাসাদ দেখেছেন, তারা সহজে এর সঙ্গে পার্থক্য করতে পারবেন না। রাজপ্রাসাদের আদলে খুব সূক্ষ্মভাবে কারুকার্য করা হয়েছে মণ্ডপে। তৈরি করা হয়েছে বহুতল প্রাসাদের বড় বড় প্রবেশদ্বার। প্লাস্টার অফ প্যারিস দিয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের কারুকার্য। গোটা প্রাসাদে আলো রিফ্লেক্ট করার জন্য অত্যাধুনিক কাচ দিয়ে কারুকার্য করা হয়েছে সিলিংয়েও। বানানো হয়েছে শ্বেত পাথরের মেঝে। পদ্মাবতের প্রাসাদের রূপ দেওয়ার জন্যই সিংহদুয়ারের বদলে বড় বড় দুটি ঘোড়া রেখে গড়া হয়েছে প্রবেশদ্বার। প্লাস্টার অফ প্যারিস দিয়ে দুধ সাদা রংয়ের অসাধারণ ঘোড়া দুটি তৈরি করেছেন শিল্পী রোমিও হাজরা।আগামী কাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উদ্বোধন করতে যাবেন শ্রীভূমির এই পুজো। তবে দর্শনার্থীরা মণ্ডপ দেখার সুযোগ পাবেন তৃতীয়া থেকে।

বিধায়ক তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর কর্ণধার সুজিত বসু বলেন, “মুখ্যমন্ত্রী প্রথম মণ্ডপ দর্শন করবেন। এরপরে তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ।”