শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে তিনটি বণিকসভার সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৮
news-image

রাজ্যে শিল্প আনতে ইউরোপ সফরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পবান্ধব রাজ্য পশ্চিমবঙ্গ। মেধার কোনও অভাব নেই। এভাবেই জার্মানিতে বাংলার শিল্প সম্ভাবনা ফেরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবল নিয়ে পশ্চিমবঙ্গ ও জার্মানির মিল তুলে ধরে মমতা জানালেন, দুদেশের দীর্ঘদিনের সম্পর্ক। বিশ্বকাপ ফুটবলে জার্মানিকে সমর্থন করেন বহু মানুষ।

১৩ দিনের বিদেশ সফরে একের পর এক বৈঠক রয়েছে তাঁর। এদিন জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে তিনটি বণিকসভার সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে শিল্পের গন্তব্য হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ইউরোপীয় শিল্পপতিরা কেন বাংলাকে বেছে নেবেন, তা পরিসংখ্যান দিয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

জার্মানি ও বাংলার ফুটবেল প্রেমের কথা তুলে ধরে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জার্মানি ও বাংলার দীর্ঘদিনের মধুর সম্পর্ক। দুদেশের মানুষ ফুটবল ভালবাসেন। আমরা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করেছিলাম বাংলায়। জার্মানির ফুটবল দলও বিশ্বকাপে অংশ নিয়েছিল। জার্মানির ফুটবল দলকে ভালবাসেন বাংলার মানুষ।