বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘২০১৯-এর লড়াই বিজেপি বনাম তৃণমূল’ : দিলীপ ঘোষ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৮
news-image

দোড়গোড়ায় ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ নির্বাচনের লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে একজোট হবে বিরোধীরা ৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষকদের মত কিছুটা এমনটাই ৷ বিজেপির রাজ্য কমিটির বৈঠকে উঠে এসেছিল এমনই তথ্য ৷ তবে, মহাজোটের মধ্যে তৃণমূলকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷ বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল ৷ একথা সর্বসমক্ষে স্পষ্টভাবে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ ৷ তবে, বিরোধী দল তৃণমূল কিংবা মহাজোট ৷ কাউকে নিয়ে খুব একটা চিন্তিত নন বিজেপির রাজ্য সভাপতি ৷ ১৯-র নির্বাচনে বিজেপির দিকেই পাল্লাভারী থাকবে ৷ সেই বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ ৷ তিনি বলেন, ২০১৯-এ বিজেপি বনাম মহাজোট ৷ এরাজ্যেও তাই হবে ৷ বিজেপি সরকার গঠন নিয়ে প্রশ্ন নেই ৷ কত আসন পাবে সেটাই প্রশ্ন ৷
তিনি আরও বলেন, দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের প্রতিপক্ষ বিজেপিই ৷ অস্তিত্ব রক্ষায় তৃণমূলের পাশে রয়েছে কংগ্রেস ৷ উভয়সংকটে সিপিএম ও বামপন্থীরা ৷ তৃণমূলের বিকল্প চাইছে সাধারণ মানুষ ৷ বিজেপিকেই সেই জায়গা নিতে হবে ৷ তৃণমূলের হামলার পালটা দিচ্ছে বিজেপি ৷ এটা লক্ষ্য করছেন রাজ্যের মানুষ ৷ ২০১৯-এর লড়াই বিজেপি বনাম তৃণমূলই হতে চলেছে ৷কখনও জ্বালানির দামের বাড়বাড়ন্ত কিংবা কখনও মার্কিন ডলারের নিরিখে টাকার দরের অবিরাম পতন ৷ একাধিক বিষয়ে বিজেপি সরকারকে ক্রমশ কোণঠাসা করছে বিরোধী দলগুলি ৷ তার মধ্যে সংবাদমাধ্যমের সামনে বিজেপি নেতাদের বেলাগাম মন্তব্য ৷ যা আরও বেকায়দায় ফেলছে বিজেপিকে ৷ সেই বিষয়টি নিয়ে আগেভাগেই সচেতন রয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা ৷