শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’ গঠন করলেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করলেন ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’। বাংলার মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে এই টাইম তৈরি করলেননবান্ন সূত্রে জানা গিয়েছে,আসন্ন বিদেশ সফর চলাকালীন রাজ্যের যে কোনও সমস্যা দেখতে কাজ করবে এই টিম। এই টিমে রাজ্য মন্ত্রিসভার ১১ জন সদস্যকে নেওয়া হয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে টিম গঠনের বিষয়টি জানিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, যে কোনও বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনও সমস্যার সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন মন্ত্রিগোষ্ঠীর এই সদস্যরা। এই সংক্রান্ত সরকারি নির্দেশিকাও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পৌঁছে গিয়েছে বলে নবান্নের ওই সূত্রটি জানিয়েছে।

শিল্পায়নের লক্ষ্যে চলতি মাসের ১৬ তারিখে মুখ্যমন্ত্রী জার্মানি ও ইতালি সফরে যাচ্ছেন। দেশে ফিরবেন ২৮ সেপ্টেম্বর। ওই সূত্রটি জানিয়েছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমে রয়েছেন মন্ত্রিসভার প্রবীণ সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ আহমেদ খান, সৌমেন মহাপাত্র, আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের অনুসেচ ব্যবস্থা রূপায়ণে সহায়তার জন্য ‘বাংলা কৃষিসেচ যোজনা’ প্রকল্পটি মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য কৃষিদপ্তরের আর্থিক সহায়তায় চলবে এই প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা প্রায় নিখরচায় অনুসেচ ব্যবস্থার সুযোগ পাবেন।