শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ফের পঞ্চায়েতের বোর্ড গঠন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৮
news-image

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসন তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সব পঞ্চায়েত বোর্ড গঠনের জটিলতা কেটেছে। আজ থেকে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবে,চলবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য,বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ১,৬৯৩টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ২০৯টি পঞ্চায়েত সমিতিতেও বোর্ড গঠন হবে। একইসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ১২টি জেলা পরিষদের বোর্ড গঠনও বাকি রয়েছে। তবে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও ভোটে জেতা জেলা পরিষদের বোর্ড গঠন বাকি রয়েছে।

প্রসঙ্গত,গ্রাম পঞ্চায়েতে বোর্ড প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জেলা থেকে উঠে এসেছিল গোষ্ঠীদ্বন্দ্বের খবর।কোথাও আবার দেখা গিয়েছিল তৃণমূল -বিজেপির মধ্যে সংঘর্ষ।আমডাঙায় কয়েকজন মারা গিয়েছেন।পুরুলিয়া সহ বেশ কয়েকটি জায়গায় বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখতে জেলা শাসকের তরফে পঞ্চায়েত দপ্তরে জানানো হয়েছিল।তার পর তখনকার মতো স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত দপ্তর।এবার যাতে তেমন কোনো গন্ডগোল যাতে না হয় সেই দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলাগুলিতে ও দলীয় স্তরে নির্দেশ দিয়েছেন ।