শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌন নির্যাতন ধর্ষিতাকে দিতে হবে কমপক্ষে ৪ লাখ টাকা, রায় দিল সুপ্রিম কোর্ট

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০১৮
news-image

যৌন নির্যাতন এবং ধর্ষণের শিকার যারা তাদের জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত ৷
আগামী ২ অক্টোবর থেকে গোটা দেশে এই ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করা হবে ৷ শীর্ষ আদালতের নির্দেশ মতো দেশের প্রত্যেক আদালতেই এবার থেকে এই নির্দেশ মেনে চলতে হবে ৷ আগামী ২ অক্টোবর থেকে সারা দেশে এই রায় জারি হতে চলেছে ৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, প্রতিটি রাজ্যকেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ কমপক্ষে ৪ লক্ষ টাকা প্রতিটি রাজ্যকেই দিতে হবে ৷ বরং ঘটনার গুরুত্ব অনুযায়ী ক্ষতিপূরণ আরও বেশিও দিতে হতে পারে ৷