বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যাপীড়িত কেরলে নয়া আতঙ্ক

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০১৮
news-image

কেরলে এখনো বন্যার ধ্বংসের চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইঁদুর জ্বরের আতঙ্ক ৷ আক্রান্তের সংখ্যা ৩৭২ ছাড়িয়েছে ৷ জলবাহিত এই রোগে রবিবার কোঝিকোড়েতে আক্রান্ত এক মহিলার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ ৷ লেপটোপাইরোসিস-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বরের পাশাপাশি পেশিতে অসহ্য ব্যথা ও মাথা ধরে থাকার মতো উপসর্গ দেখা যায় ৷ কেরলে এখনও পর্যন্ত ৩৭২ জন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে ১৫০ জনের রক্ত পরীক্ষায় লেপটোপাইরোসিস-এর উপস্থিতি মিলেছে ৷ গত দুদিনে কেরলে এই ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর কারণে আট জনের মৃত্যু হয়েছে ৷ যদিও স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই ৷ সরকারের তরফে এই রোগ প্রতিরোধের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ যদিও জলবাহিত এই রোগ থেকে সংক্রমণ এড়াতে সতর্কতা জারি করা হয়েছে ৷