শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদী-শাহ সাবধান: মদন

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩, ২০১৮
news-image

বিজেপি সাবধান! মোদী-শাহ সাবধান! সোমবার জন্মাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানে বিজেপি-কে এই ভাবেই একহাত নিলেন মদন গোপাল মিত্র। জন্মষ্টমিতে মদন মিত্রের হুঙ্কার, “মোদী-অমিত শাহ টেক কেয়ার। বিজেপি-কে বধিবে যে, বঙ্গে বাড়িছে সে”। এমনকী নরেন্দ্র মোদীকে ‘ভারতীয় রাজনীতির কংস’- বলে কটাক্ষ করতেও পিছুপা হলেন না তিনি। তাঁর বক্তব্য, “কংস বধের নায়ক জন্মে গিয়েছে। আর তিনি বাড়ছেন বঙ্গেই”।এইনি এও বলেন, ভারতীয় রাজনীতিতে ‘কংস বধ’ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “এই জন্মাষ্টমী বিজেপি সরকারের শেষ জন্মাষ্টমী। আগামী জন্মাষ্টমী-তে আমরা থাকব, ভারত থাকবে, ইলিশ থাকবে, শুধুই থাকবে না বিজেপি। ২০১৯, বিজেপি ভ্যানিশ”। এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিক ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে এক তিরে বিঁধেছেন রাজ্যের এই হেভিওয়েট নেতা। নোট বন্দি থেকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি চর্চায় থাকা অসমের নাগরিকপঞ্জীকরণ-সহ আরও একাধিক ইস্যুতে নাম করে দেশের দুই তাবড় নেতাকে আক্রমণ করতে শোনা গিয়েছে মদন মিত্রকে। জন্মাষ্টমীতেও একই মেজাজে দেখা গেল প্রাক্তন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে ব্যারিকেড গড়ার নির্দেশ দেওয়ার পর থেকেই সাইবার যুদ্ধে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। টুইটারে তেমন উপস্থিতি না থাকলেও ফেসবুকে তাঁর জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো। তৃণমূলের কর্মসূচিই হোক কিংবা কোনও পূজা-পার্বন, তৃণমূলের আর কোনও নেতাকে দেখা না গেলেও সবসময় ফেসবুকের পর্দায় মুখ দেখা যায় মিত্র মশাইয়েরই। অন্তত চলতি বছরের ছবিটা তেমনই।