শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকল্পগুলিকে টোল প্লাজার মাধ্যমে প্রচারের আলোতে আনতে চাইছে রাজ্য সরকার

News Sundarban.com :
সেপ্টেম্বর ২, ২০১৮
news-image

বিশেষ করে জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলিকে টোল প্লাজার মাধ্যমে প্রচারের আলোতে আনতে চাইছে রাজ্য সরকার। প্রকল্পগুলিকে আরও জনমুখী করতে রাজ্য সড়কের টোল প্লাজাকে ব্যবহার করে প্রচার শুরু করল রাজ্য সরকার। সেই জন্য ডিজিটাল হোর্ডিংয়ে প্রকল্পগুলির প্রচার লিখনের সঙ্গে সঙ্গে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখও। কন্যাশ্রী, যুবশ্রী, গতিধারা, মুক্তিধারা সহ বেশকিছু প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ প্রান্তিক মানুষের অধিকাংশের কাছে এখনও পৌঁছায়নি প্রকল্পের সঠিক বার্তা। তাই মুখ্যমন্ত্রী চাইছেন, প্রকল্প সম্পর্কে অবহিত হোক রাজ্যের প্রত্যেকটি মানুষ। তাই এই প্রকল্পগুলিকে সকলের নজরে আনতে রাজ্য সড়কের টোল প্লাজাকেই বেছে নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্ন থেকে ঢিল ছোড়া‌ দূরত্বে থাকা টোল প্লাজায় বসানো হয়েছে বড় ডিজিটাল হোর্ডিং। সেখানে কন্যাশ্রী, সবুজ সাথি, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ সরকারি প্রকল্পগুলির কথা তুলে ধরা হয়েছে।