শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের শহরে ডেঙ্গুর হানা, মৃত ১

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৮
news-image

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটনা ঘটেছে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সল্টলেকের উন্নয়ন ভবনে বৈঠক করেন৷ আর সেই রাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘটনা ঘটলো। মৃতের নাম নারায়ণ শ্রেষ্ঠ ৷ সল্টলেক পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র বিগত সাত দিন ধরে জ্বরে ভুগছিল ৷ স্কুলে পরীক্ষা চলার কারণে বাচ্চার যাতে পরীক্ষা না ছুটে যায় তার জন্য জ্বরের অবস্থাতেই জ্বরের ওষুধ খেয়ে পরীক্ষা দিচ্ছিল ওই ছাত্র গত মঙ্গলবার তাকে ইএম বাইপাসের ধারে হাসপাতলে ভর্তি করা হয়েছিল ৷ বৃহস্পতিবার রাত ১২টার পরেই যাবতীয় লড়াই শেষ হয়েছে , মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই ছাত্র ৷ বিধাননগর পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের দত্তাবাদের বাসিন্দা তার প্লেটলেট চার হাজারের নীচে নেমে গিয়েছিল যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং মাল্টিঅর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়েছে ৷
যদিও কলকাতা পুরসভা ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগের মোকাবিলায় একটি নতুন পরিকল্পনা নিয়েছে৷ বৃহস্পতিবার মেয়র শোভন চট্যোপাধ্যায় নতুন অ্যাপ চালু করেছেন৷ শহরের কোথায় কোথায় মশা বাহিত রোগের চিকিৎসা পাওয়া যাবে, কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেসব তথ্য ওই অ্যাপ-এ থাকবে৷