শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পশুখাদ্য দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেলেন রাবড়ি দেবী ও তেজস্বী যাদব

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৮
news-image

IRCTC দুর্নীতি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর ছেলে তেজস্বী যাদব। দিল্লির পাতিয়ালা আদালত শুক্রবার তাদের জামিন মঞ্জুর করে। পাশাপাশি এই মামলায় অভিযুক্তদের সবাইকে আজ দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের বিচারক একলাখ টাকা করে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেন। আরেক অভিযুক্ত লালুপ্রসাদ যাদবকে ৬ অক্টোবর আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।তবে হাজিরা না দেওয়ায় জামিনের আবেদন আটকে রইল প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ৷
রেলমন্ত্রী থাকাকালীন IRCTC-র রাঁচি ও পুরীতে থাকা দুটি হোটেল একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেন লালুপ্রসাদ যাদব। পটনার একটি জমির বিনিময়ে তিনি হোটেল দু’টি তাদের হাতে তুলে দেন বলে অভিযোগ করে ED। লালু, রাবড়ি ও তেজস্বী ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এই মামলায় দোষীসাব্যস্ত হলে অভিযুক্তদের সবার তিন বছর থেকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, জালিয়াতি ও প্রতারণা মামলায় তেজস্বী যাদবের নাম জড়িয়ে যাওয়ার ফলে আরজেডির সঙ্গে জোট ভেঙে যায় বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের৷ চার্জশিটে যে ১০ জনের নাম রয়েছে, তার মধ্যে রয়েছে আরজেডির সদস্য পি সি গুপ্তা ও তাঁর স্ত্রী সরলা গুপ্তার নাম৷ এ সপ্তাহে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷