শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের শিল্পপতিরা ভারতে বিনিয়োগে আগ্রহী

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৮
news-image

থাইল্যান্ড হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন । এদিন দুই পক্ষের মধ্যে বৈঠকও হয়। উত্তর-পূর্ব ভারতে বাণিজ্য ও পর্যটন শিল্পে বিনিয়োগে তাঁরা আগ্রহী বলে জানান।
গতকাল বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রীর দপ্তরে যান থাইল্যান্ড হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন হাইকমিশনার চুতিনতর্ন গংসাধ্যি। মুখ্যমন্ত্রীকে বেশকিছু উপহার দেন তাঁরা। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন।
বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের জানান, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার সংস্কৃতি নিয়ে কাজ করার লক্ষ্যে তাঁর এই সফর। থাইল্যান্ডের শিল্পপতিরা ভারতে বছরে ১০ বিলিয়ন US ডলার বিনিয়োগে আগ্রহী। তাঁরা বিশেষত অটোমোবাইল, ফুডপার্ক, খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করায় আগ্রহ দেখিয়েছে। উত্তর-পূর্ব ভারতে আমদানি-রপ্তানি, বাণিজ্য ও পর্যটনশিল্পে বিনিয়োগে আগ্রহী।