শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়া পদক্ষেপ নিল এবার রাজ্য সরকার !

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৮
news-image

আর বাসের জন্য অপেক্ষা নয়। বাস পরিষেবায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার বিধাননগর, ব্যারাকপুর–সহ কলকাতা ও বৃহত্তর কলকাতায় ৮০টি পরিবেশবান্ধব ই–‌বাস নামাচ্ছে সরকার । গত বছর আসানসোল–দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত সিএনজি বাস পরিষেবা চালু হয়েছিল । এবার আরও ২৯টি সিএনজি বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজারহাট–নিউ টাউনে হিডকোর পক্ষ থেকে ই–‌বাস নামানো হয়েছে। এবার কলকাতা ও বৃহত্তর কলকাতাতেও ই–‌বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”পরিবেশ দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের নানা কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, ” প্রতিমা রঙ করতে পরিবেশবান্ধব রঙ ব্যবহার করতে চাইলে, প্রতিমা শিল্পীদের বিনামূল্যে তা দেব। শারদোৎসবে পরিবেশবান্ধব প্যান্ডেলের ক্ষেত্রে উদ্যোক্তাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার। কলকাতা ও জেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলছি আরও গাছ লাগান, ভেষজ উদ্যান তৈরি করুন। পুরসভা, এনজিও বা কোনও সংগঠন উদ্যোগ নিলে বনসৃজন, বৃক্ষরোপণে সহযোগিতা করা হবে। এয়ার কোয়ালিটি ইউনিট আছে পরিবেশ ভবনে। এটিআইতে ১টি ইউনিট বসবে।‌”