বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেশন দুর্নীতিতে রিপোর্টের ভিত্তিতে শুরু সিআইডি তদন্ত

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০১৮
news-image

সরকার সঠিক মানের চাল পাঠাচ্ছে। কিন্তু রেশন থেকে গ্রাহক পাচ্ছেন নোংরা, নিম্নমানের চাল। নদিয়ার করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র তাঁর এলাকার রেশনের চাল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি। করিমপুরের কয়েকটি রাইসমিলে অভিযান চালান তদন্তকারীরা। কয়েকটি মিল থেকে পোকা ও নোংরা চাল পান তাঁরা। নমুনা সংগ্রহ করে সিআইডি তা পাঠায় স্টেট ও সেন্ট্রাল ফুড ল্যাবরেটারিতে। ল্যাবের িরপোর্টে বলা হয়েছে চালের মান অত্যন্ত খারাপ এবং তা খাওয়ার অযোগ্য। এবার স্টেট ও সেন্ট্রাল ল্যাবের রিপোর্ট বুঝিয়ে দিল গণবণ্টনে চলছে দুর্নীতি। তেহট্টের কয়েকটি রেশনের চালের মান বেশ খারাপ, খাওয়ার অযোগ্য। রিপোর্ট হাতে পেয়ে তদন্তে গতি বাড়াল সিআইডি।
সিআইডি সূত্রে খবর, চাল দুর্নীতিতে কয়েকজন সরকারি আধিকারিক যুক্ত থাকতে পারেন । প্রথমে কৃষক মান্ডি থেকে সরকার ধান কেনে। এরপর তা যায় এফসিআই-এর গোডাউনে। গুদাম থেকে চাল যায় রাইস মিলে। মিলে ধান থেকে খোসা ছাড়ানোর পর চাল ফেরে এফসিআইয়ের গুদামে। সেখান থেকে যায় ডিলারদের কাছে। সূত্রের খবর, ধান থেকে খোসা ছাড়ানোর পরই দুর্নীতির শুরু। কখনও রাইসমিলে সরকারি চালের বস্তায় অন্য চাল পালটে দেওয়া হয়। রাইসমিলের বাইরে বস্তা যাওয়ার পরও অন্য চাল ঢোকানোর সম্ভাবনা থাকে।