৭১ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার গোপাল বসু

চলে গেলেন গোপাল বসু, ইংল্যান্ডে ৭১ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার।৭২ বছর পূর্ণ করার আগেই থেমে গেল এক অসাধারণ ক্রিকেটারের বর্ণময় জীবন। বাংলার ক্রিকেটে গরিমার যে ইতিহাস তাতে উজ্জ্বল হয়ে লেখা থাকবে গোপাল বসুর নাম। পৌঁছেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। কিন্তু, ভারতীয় ক্রিকেটে বাংলার খেলোয়াড়দের বঞ্চনার যে কাহিনি বরাবর শোনা গিয়েছে তাঁর অন্যতম চরিত্র এই গোপাল বসু। তবু থেমে থাকেননি তিনি। ক্রিকেট ছাড়ার পর কোচ হিসাবে বাংলাকে একের পর এক সফল ক্রিকেটার উপহার দিয়েছেন। এহেন গোপাল বসু আর নেই। ইংল্যান্ডে রবিবার সকালে প্রয়াত হয়েছে গোপাল বসু। ইংল্যান্ডে ছেলের কাছে থাকছিলেন গোপাল বসু। অ্যাজমার সমস্যা ছিল তাঁর। দিন কয়েক আগেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তিও করতে হয়। সেখানেই ভারতীয় সময় রবিবার সকালে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণের খবর পাওয়ার পরই বাংলা ক্রিকেট মহলে শোকের ছায়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেললেও কোনও দিন সরকারি টেস্ট ম্যাচ খেলা হয়নি গোপাল বসুর। ওই একটি বেসরকারি টেস্টে সুনীল গাভাসকরের সঙ্গে ওপেনও করেছিলেন গোপাল বসু। ১৯৭৪ সালে ইংল্যান্ডে ভারতীয় দলে স্থান পেলেও তাঁকে খেলানো হয়নি। এরপর আর কোনওদিন জাতীয় দলে ডাক পাননি তিনি। রহস্যময়ভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। তবে বাংলা ক্রিকেটকে তিনি সেবা করে গিয়েছেন। খেলা ছাড়ার পর হয়েছিলেন কোচ।